শাকিবুল হাছান ছিয়াম

কবিতা - পোড়া-মুখী অ্যালবাম

শাকিবুল হাছান ছিয়াম
বুধবার, ০৯ জুলাই ২০২৫ বিবিধ কবিতা

এখন আর এসব কিছুই ভালো লাগে না,
শিশিরভেজা ভোরে কোকিল কুহু কুহু ডাকে না ।
হরিণের পালগুলো ছুটে চলে অন্ধকার চৌরাস্তার মোড়ে,
সত্য—তাদের উজ্জীবিত জৈবিক মোহ, লালসার ধাঁধাজালে।
সেই জালের খপ্পরে প্যাঁচিয়ে করে ছটফট।
আকাশের শূন্যতায় উড়ে বেড়াচ্ছে কিছু সাংঘাতিক উড়ন্ত ঘাতক।
নর্দমার আভাস ছাড়িয়ে কুৎসিত জানোয়ারের মতো
দৌড়াচ্ছে কিছু নরপশু—
ক্ষুধিত জিহ্বা বেয়ে পড়ছে তৃষ্ণার জল।
চোখের মণির পাশে লাল বর্ণ ভেসে আসে—
বিতৃষ্ণা অঢল।
দাঁত ও নখগুলো শিহরিত হয়ে রয়েছে
লক্ষ্যবস্তুর দৃষ্টির খোঁজে।
তাই হিংস্র থেকে অধিক হিংস্র হয়ে ছুটে চলে
ঠিক চৌরাস্তার মোড়ে।
জ্বালাময়ী টক্সিক যখন ঘন হয়ে ওঠে,
তখন নিয়মের শিকল ভেঙে
ছুটে চলে মুক্ত, স্বাধীন পথে।
সেই পথে চলছে স্বাধীনতার অপব্যবহার—
বিতৃষ্ণার আরেক নিন্দনীয় আনন্দলোকে।
যেই পথে গোলাপের আড়ালে করা হয় ছুরি বিনিময়,
মুখোশরূপী সব সাধুদের আড়ালে
ঠিক তেমনি নরপশু খিলখিলিয়ে হাসে।
ফুলের বাগানে আজ পঙ্গপালের আগ্রাসন—
ফুল না হাসতেই তারা ছিঁড়ে করে দহন।
পরিশেষে দোষারোপে
সূর্যের বিরক্তিকর তপ্ত দাহন।
চারু বিকেলের সবুজ বনভূমিতে
সূর্যের নামকরে কারা ধরাচ্ছে আগুন?
কারা আজ তপ্ত সূর্যের কিরণে
খুঁজে বেড়ায় ফুল—
শুভ্র মরুভূমির দেহতে?
প্রহর শেষে তবু প্রহরী যায় শেষে।
দীপ্ত আলোকে এথায় জোনাকি নাহি হাসে।
স্নিগ্ধ উষায়, রঙিন পাখার—
প্রজাপতিরা আর নিরাপদে নেই
এই লাল-নীল অ্যালবামে।
বিষাক্ত ধোঁয়ার মোহে পড়ে থেমে যাচ্ছে ধমনী।
প্রজন্মের মুখে থুথু দিয়ে
নিজেদের দাবি করবে ‘নরকমুক্ত’ আসামি!
দর্পণ থেকে সাম্প্রতিক লাল-নীল কলুষতা ধুয়ে
যারা হাত বাড়ায় মুক্ত আকাশে, অধীর আগ্রহে—
প্রতিদান হিসেবে পায় সালফিউরিক ধুলো।
পাখি তাই উড়ে বেড়ায় বিষণ্ণ আকাশে,
স্বপ্নের ঘর তার ভাঙিলো কোন সে বাতাসে?
তাই, এই উপত্যকা আজি আমাদের নহে।
জীর্ণ মেঘের পাড়ে, শ্রান্ত শ্রাবণ দিনে,
কারা উড়ে বেড়াচ্ছে ঐ মুক্ত আকাশের পানে?

পরে পড়বো
৮৩
মন্তব্য করতে ক্লিক করুন