শাকিবুল হাছান ছিয়াম

আকাশের ঐ চাঁদটি যেনো ক্ষুব্ধকাতর তলোয়ার,
ঝল্ ঝল্ ধারালো তার দেহেরই চোয়াল।
জ্বলে উঠেছে তাই অগ্নি-শ্বাসে,
চরণে তার উজ্জ্বলতার বাহার।
সে রয়েছে পৃথিবীর সম্মুখে তবু প্রতিপক্ষ বানাবার।
নির্দ্বিধায় প্রকাশ করছে তার প্রয়াস,
সে ক্ষুব্ধ হিয়ায় তবু তোমাদের সাহায্যকর্তা।
তোমাদের ক্রন্দন-শ্বাসে তার উৎপত্তি।
তোমাদের অশ্রু-কেরোসিনে,
পরম শক্তিধর পাঁজর ভাঙে না নির্দয়া আঘাতে,ভগবান স্মরণে।
হৃদয়ের ভার-যন্ত্রণা সমগ্র একত্রিত করে,
তার এই প্রাণ-সে ধৈর্যহারা তোমাদের নিপীড়নে।
ভয় নেই,ভয় নেই,নেই কোনো সংশয়-
সে ছিনিয়ে দেবেই আজ বিজয়।
চোখ রাখো ঐ আকাশে,
দেখছো না সে এসেছে।
বাতাসে আজ স্রোত-হাওয়া
রক্তিম হয়েছে গগন,
ভাঙিয়া ছাড়িবেই অত্যাচারীদের বন্টন।
যাদেরকে ভেবেছো আপন,তারাই আসল দুশমন।
শত্রুরা তাদের বন্ধু-তোমাদের নয় কিছু।
হাতে রাখিয়া হাত, কাঁধে মিশাইয়া কাঁধ,
হৃদয়ে মিশাইয়া ছুরি-তোমাদের দিয়েছে ধ্বংসস্তূপের গুঁড়ি।
আর নয়,আর নয়,সময় আজ এসেছে
অত্যাচারীর গর্দান নিতে ডঙ্কা আজ বেজেছে।
রুখবে কে?কেউ নাই।
স্রষ্টার উপর আর কোনো সৃষ্টি নাই।
করিবে তাদের বিধ্বস্ত,পরিশেষে ধ্বংস।
শুভ সে লগ্ন,হাসিবে আকাশ আবার,জাগিয়ে মাটি,
গড়িয়া উঠিবে হারা বসতবাড়ি।
অত্যাচারীদের সে পরাজিত করবেই,
তোমাদের হাতে বিজয় তুলে দেবেই।

২৮
মন্তব্য করতে ক্লিক করুন