বদলে গেছি
শক্তি চট্টোপাধ্যায়
জঙ্গল পাহাড় ডাকে, স্থির হয়ে আছি |
নদী ও সমুদ্র ডাকে, স্থির হয়ে আছি ||
মনে হয়, এই বিছ্ না ছেড়ে আমি কোথাও যাব না,
জঙ্গল পাহাড় নদী নিয়ে আসব আমার বাগানে—
জান্ লা দিয়ে দেখব রোরো, শ্বেতপলাশ সেগুনমঞ্জরী,
টিলার মাথায় চড়ে ত্রস্ত দেখব সম্বার হরিণ,
বিছানায় বসে থেকে একদিন কাঠ হয়ে যাব,
বিছানায় বসে থেকে ত্রস্ত দেখব সম্বার হরিণ !
জঙ্গল পাহাড় ডাকে, স্থির হয়ে আছি |
নদী ও সমুদ্র ডাকে, স্থির হয়ে আছি ||
পুরনো পুঁটুলি খুলে দেখি আগোছালো ঘোরাফেরা—
এখন সন্দেহ হয়, বস্তুত, আমি কি ঘুরেছিলাম !
একা কিংবা সবান্ধব এইসব দুরূহ প্রকৃতি—
নদী নালা ঠিকই আছে, সেদিন যেমনটি ছিল, আজও---
মাঝে থেকে আমি বদলে গেছি !
নদী ও সমুদ্র ডাকে, স্থির হয়ে আছি ||
মনে হয়, এই বিছ্ না ছেড়ে আমি কোথাও যাব না,
জঙ্গল পাহাড় নদী নিয়ে আসব আমার বাগানে—
জান্ লা দিয়ে দেখব রোরো, শ্বেতপলাশ সেগুনমঞ্জরী,
টিলার মাথায় চড়ে ত্রস্ত দেখব সম্বার হরিণ,
বিছানায় বসে থেকে একদিন কাঠ হয়ে যাব,
বিছানায় বসে থেকে ত্রস্ত দেখব সম্বার হরিণ !
জঙ্গল পাহাড় ডাকে, স্থির হয়ে আছি |
নদী ও সমুদ্র ডাকে, স্থির হয়ে আছি ||
পুরনো পুঁটুলি খুলে দেখি আগোছালো ঘোরাফেরা—
এখন সন্দেহ হয়, বস্তুত, আমি কি ঘুরেছিলাম !
একা কিংবা সবান্ধব এইসব দুরূহ প্রকৃতি—
নদী নালা ঠিকই আছে, সেদিন যেমনটি ছিল, আজও---
মাঝে থেকে আমি বদলে গেছি !
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১০২ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন