আবদুশ শাকুর

কবিতা - কালের স্রোত

লেখক: আবদুশ শাকুর

মহা কালস্রোতে এপিঠ ওপিঠ দু’খান পিঠ আছে, ||
আছে উদয় যেথায়, আলবত সেথায় অন্ত লুকে আছে। ||
আলোর আড়ালেই আঁধার দেখ, সে ক্ষুদে ঘর বেধেছে, ||
রুদ্ধি সরালেই রৌদ্রজ্বলতায় সিধা দেখতে পাবে। ||
শীতের শেষেতে যেমন আসবে শ্যামলী বসন্ত, ||
প্রান্তরে পৌঁছে পাবে নবরূপে ফিরেছে দিগন্ত। ||
যে সত্তা আমায় কত যে দিয়েছে, গণনায়ে অফুরন্ত, ||
তাতে কি কেঁড়ে নিয়েছেন? তা তো সামান্য। ||
তোর যা কিছু নেই, নেই বলেই পাবার চাহাদ যে জেগেছে, ||
আলেম, জালেম, কিবা মাজলুম, কালস্রোতে ভেসেছে। ||
আলোর আড়ালেই আঁধার দেখ, সে ক্ষুদে ঘর বেধেছে। ||

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ২২ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন