আবদুশ শাকুর

কবিতা - তুমি বুঝে নিও

লেখক: আবদুশ শাকুর

আমার নিঃশ্বাস হতে, না না,
বরং চোখের চাহনি দেখে,
নতুবা ঢেকুর গিলে নেয়া শব্দ থেকে
হে প্রিয়, তুমি আমায় বুঝে নিও
যদি বলি, সামলে নিও।
এমনো হবে, আমি তোমায় বোঝাতে যাব।
হয়তো বা বোঝানো হবে না,
স্বীয় ঠোঁট নতুবা জিভ আমার হ্যাঁ…
হ্যাঁ আমার সঙ্গ দেবে না।
তুমি আগবাড়িয়ে এসো, বুঝে নিও।
যদি বলি, সামলে নিও।
সবটুকু দিয়ে,না না,
যতটুকু পারো সবটুকু নিয়ে সঙ্গে এসো।
তোমার যত কথা,
ঝগড়া ও ভালোবাসা।
দু’জনে সঙ্গে যাব,যাব শেষ প্রান্তরে।
নয়া দিগন্তের পাড় ঘেঁষে।

২২৮
মন্তব্য করতে ক্লিক করুন