আবদুশ শাকুর

কবিতা - তোমার শানে (সা.)

আবদুশ শাকুর
শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫ অন্যান্য কবিতা, ধর্মীয় কবিতা

কবি, শব্দের ছন্দে ছবি আঁকি।
গায়ক, সুর তরঙ্গে ঢেউ তোলি।
কালো কলম কাগজে ঘষি।
তোমারি শানে, তোমারি নামে
আমি দরুদ পড়ি।
লিখি,কালো কলম কাগজে ঘষি।
তবু বহু কথা রয়ে যায়
আড়ালে পড়ি।
তোমার উম্মত আমি,
তোমারি মতে জীবন গড়ি।
তোমার শান লিখি,
কালো কলম কাগজে ঘষি।

পরে পড়বো
২১৭
মন্তব্য করতে ক্লিক করুন