সামস রবি

কবিতা - একটি কাল্পনিক কথোপকথন….

লেখক: সামস রবি

-হ্যালো (ঘুমের ঘোরে)
-কি করছো?
-এতো রাত কি করবো? ঘুমাচ্ছি!
-আমার তো ঘুম আসে না, জেগে আছি অস্থির মন নিয়ে?
-কেন, কি হয়েছে?
-হতভাগা মন সেটাও বলতে পারছে না! আচ্ছা, তোমার ওখানে কি জ্যোৎস্না ঝরছে? এখানে ঠিক কেমন জানি!
-এক মিনিট….. কি বলো! কত সুন্দর জ্যোৎস্না অনুপম মায়া ছড়িয়ে দিচ্ছে পৃথিবীর বুকে।
-কোথা থেকে এতো সুন্দর অনুভূতির জোগাড় দিচ্ছে তোমার মন?
-জানালা দিয়ে দেখছি; এতো রাতে এ-জন্য ফোন দিয়েছ?
-না, নিদ্রাহীন রাতে আনামিকার খোঁজে!
-পেয়েছো?
-মনে হয় পাবো। বারান্দায় এসে দেখ জ্যোৎস্না, দেখ সব ক্লান্তি, সব বিষাদ কেড়ে নিয়ে কেমন প্রশান্তি বিলিয়ে দিচ্ছে আমাদের অস্তিত্বে৷ এ যেন রাত জাগা প্রেমিক প্রেমিকাদের উৎসব।
-এতো রাতে কাব্য! হ্যাঁ, তা ঠিক বলেছ অপূর্ব, আশে পাশে কয়েকটা ছোট ছোট সাদা মেঘের আনাগোনাও আছে। তাদের যেন হিংসে হচ্ছে!
-নিচে ডান দিকে তাকাও, খানিক আমাবস্যাও দেখতে পাবে।
-তু’মি,(নিচু স্বরে)…….
-হুম আমি, খুশি হও নি?
-তুমি যা করো না….. কিভাবে আসলে?
-একজন থেকে বাইক হাওলাত করে আসছি, তেল ঢুকিয়ে দিব বলে।
-বাইকের পাশে লাইট দিয়ে কি খুঁজে, আর উনি কে?
-আমার বন্ধু, কিছু খুঁজছে না, প্লাগ খুলে রাখছি, কেউ যদি আসে স্টার্ট দেওয়ার চেষ্টা করছে, আর মোবাইলের লাইট জ্বালিয়ে দেখছে কি সমস্যা। যেন সন্দেহ না করে।
-আচ্ছা এখন যাও, তোমাকে বাড়ীর সবাই চিনে, সমস্যা হবে।
-হ্যাঁ যাচ্ছি আগে এটা নাও।
-কি?
-তোমার জন্য আচার আনছি।
-না আমার আচার লাগবে না, তুমি যাও!
-আরে অনেক ভালো আচার তুমি খেতে চাইবে, তবে খাবে না, হাতে হাতে রেখে দিবে।
-আচ্ছা দাও,
-কিভাবে দিব? তুমি নিচে আসো!
-পাগল হয়েছ! ছুড়ে মারো।
-পেয়েছ?
-হুম, আচার কই? একটা ব্রেসলেট আর একটা চিরকুট। এই ব্রেসলেট তো তোমার বন্ধুর।
-না, ওর টা মত, কিনেছি তোমার জন্য। তুমি বললে না তোমার অনেক পছন্দ।
-কেন এমন কর! আমিও একটা বোকা তোমার সামনে বলতে গেছি!
-চিরকুট টা পড়।
-এগুলো দিতে এতো রাতে এসেছ?
-না, আমার নিদ্রাহীন রাতের অংশিদার বানাতে আসছি তোমায়।
-তোমার কি ধারণা প্রতিটা রাত গভীর ঘুমের পালকে মুড়িয়ে থাকে আমার চোখ?
-আচ্ছা থাক! চিরকুট টা পড়।
-হুম….
আমার আছে আস্ত সাদা রঙ
তোমার আধার কালো রিমিঝিমি,
মিলিয়ে দেখি ধূসর ক্রোধি।
মরুর প্রান্তে আমি….
চোখ মেলে দেখি, স্বপ্ন, নাকি সত্যি!
-কেমন হলো?
-এমন অস্পষ্ট! কিছুই তো বুঝলাম না।
-আমি চলে যাচ্ছি; আরো কয়েকবার পড় বুঝতে পারবে৷
আমি ফোন বন্ধ করে দিব, ও-কয়েকবার ফোন করবে, আমাকে পাবে না৷
জানি আজ আর ও-ঘুমাবে না, জেগে থাকবে, যদিও জেগে থাকার বাস্তবিক কোন কারণ নেই। কারণ ছাড়াই চোখের ঘুম পালাবে। আমারও হয়তো!
আর ভাববে এই চিরকুটের মানে কি? উত্তর পাবে, আবার পাবেও না৷ প্রেম একটা আপেক্ষিক বিষয়! সবাই জানে। বিষাদে ভরপুর, আর না পাওয়ার সারি দিন দিন দীর্ঘ হয়৷

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১৩১ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন