এখন আর আমি তোমাকে খুঁজি না কোন জনবল কোলাহলে
এখন আর তাকিয়ে থাকিনা কোন নির্জন মেঠো পথে।
আর তুমি কলেজ যাওয়ার সময় বার বার পিছন ফিরে দেখতে হবে না
আর আমি থাকবোনা চেয়ে বদ্ধ দুপুরে গাড়ীর দরজার দ্বারে।
থাকবেনা রাস্তার দ্বারে কোন দিন চেনা হাতের লেখার চিরকুট
যাবো’না আর জ্যোৎস্না মাখার বাহানায় তোমার জানালার পাশে।
তুমি আর আসবেনা জানি বিকেল বেলায় হাঁটার ছলে
আমিও কাজের ছলে পালাবোনা খেলার মাঠ থেকে।
আমি এখন সুখ খুঁজিনা শত বাহানার হুঙ্কারে
আমি এখন আমাতে-ই সাঁতরাই।
আমি আজ দুঃখী নই, না পাওয়ার আর্তনাদে
এখন আমি অনেক সুখি, সামান্য পাওয়ার তৃপ্তি’তে।
এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১১৯ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন