সামস রবি

কবিতা - জোসনা স্নান

লেখক: সামস রবি

কি অপূর্ব জোসনা
আমার গায়ে মাখার চেষ্টা
যেন আমাকে পছন্দ হচ্ছে না
কেমন জানি বিরক্ত
বার বার মেঘের আবরণ
অনেকটা বাধ্য হয়ে
বৃক্ষ তলায় স্থান।
বুঝতে পেরেছি আজ পাশে নেই কেউ
তাইতো বার বার মেঘের ঢেউ
আজ সেও কি এমনি ক্ষনে
লুকোচুরি জোসনার লয়ে,
উপেক্ষিত জোসনার স্নানে।
সেই জোসনা,সেই নৌকা, সেই বৈঠা
মাঝিও আছি বসে
শুধু সে নেই আজ
হবেনা নৌকো বিহার
হবেনা সুখের পথটুকু হাতে হাত রেখে চলার।
হবেনা চয়নে চয়ন রেখে
হারিয়ে যেতে অসিম গন্তব্যে।
হয়ত কোন এক বদ্ধ দুপুরে
জীবনের কোন এক মোড়ে
সামনে দাঁড়িয়ে বলবে, কেমন আছ?
তখন আমি আসবো ফিরে তোমার কাছে,
মাখতে গায়ে তোমার জোসনা
তখনও কি ফিরিয়ে দিবে
তখনও কি অভিমান হবে আমার ছায়ায়
অনুরোধের ঢেকি তুলবোনা
যদি পার করো একটু মায়া।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১৬১ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন