ওগো প্রিয়তমা একজনমে কি শেষ হবে ?
আমার মনের সকল প্রেম, সকল ব্যথা।
কত তৃপ্তি অতৃপ্তির আবেশে,
তোমার সাথেই ;
যেতে চাই, জীবনের শেষ দুয়ারে।
ও প্রিয় দর্শিনী সুনয়না
তুমিই আমার আজন্ম হিয়া,
তুমি আমার মন খারাপের অসুখে,
সেরে উঠার সুগন্ধি স্নিগ্ধ সাদা কেয়া।
মন্তব্য করতে এখানে ক্লিক করুন