সামস রবি

কবিতা - রূপা আর হিমালয়

লেখক: সামস রবি

রূপা চিঠি দিয়ে জানিয়েছিল আজ বিকেলে দেখা করতে,
আমি জানি সে নীল শাড়ী, খোঁপায় বকুল ফুলের মালা পড়বে,
রূপা জানে আমি আসবোনা, তবুও অপেক্ষা করবে, বিরক্ত ছাড়া।

আমারও খুব ইচ্ছে রুপাকে দেখার প্রিয় রূপে
কিন্তু যাবো না, আবেগকে সায় দিতে নেই
তাহলে মাথায় উঠে ঘাড় মটকাবে। 

সন্ধ্যায় কোথায় যাওয়া যায় তাই ভাবতেছি
রূপা অপেক্ষা করতে করতে সন্ধ্যা হবে
তখন চলে আসবে মেসে
না পেয়ে আরেকটা চিঠি লিখে যাবে আমারই খাতায়।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৬৪ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন