স্বর্ণলী সন্ধ্যা সারথির রজনীগন্ধা,
হে প্রিয় বন্ধু আমার সুরভিত স্নিগ্ধা।
আজ তোমার জনম তিথির শুভক্ষণ,
স্মৃতি গুলো বুকে ধরে জীবন সাজাও আমরণ।
অতিতের পঁচা দুর্গন্ধ ভুলে, নাও অনুপ্রেরণা,
দূরে ঠেলে দুঃক্ষ আর সকল যাতনা।
নিজেকে নাও উৎকৃষ্ট উচ্চতায়,
সুখের স্বর্গে থাকো অপূর্ণ মহিমায়।
এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৮১ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন