শামসুর রাহমান

কবিতা - আজব গান

শামসুর রাহমান
শনিবার, ২২ জুন ২০২৪ ছড়া

আজব কথার আজব সুরের গান চলেছে বেতারে।
তফাত বোঝা দায় হ’ল রে তবলা এবং সেতারে।
গানের খোঁচায় প্রাণ গেলবে, কোন দেশী এই কেতারে?
বলল হেঁকে ধোপার গাধা গান গাবে সে-ও বেতারে।

পরে পড়বো
১৭৭
মন্তব্য করতে ক্লিক করুন