শামসুর রাহমান

কবিতা - বুদ্ধিমান

লেখক: শামসুর রাহমান
ধরণ: ছড়া

অমুক পাড়ার তমুক কাজী
গায়ে চাদর চাপিয়ে
গোমড়া মুখে হাঁটেন সদা
সারা পাড়া কাঁপিয়ে।

মগজখানার ওজন ভারী,
দেখতে পারো মাপিয়ে।
মেপে তবু কূল পাবে না,
পড়বে শুধু হাঁপিয়ে।

বিষ্টি এলে তড়াক ক’রে
পথে ওঠেন লাফিয়ে,
গা বাঁচাতে নদীর জলে
পড়েন তিনি ঝাঁপিয়ে।

১৩৮
মন্তব্য করতে ক্লিক করুন