ছড়ার দেশে
শামসুর রাহমান
ছড়ার দেশে ছবির খেলা,
রঙের মেলা আকাশে।
পরীর মেয়ে ওড়না ওড়ায়
হাল্কা মিহি বাতাসে।
পদ্মদীঘির কালো জলে
কতো না ফুল ফুটেছে।
চাঁদের মুখে ঝুমকো লতা
জ্যোছ্না বেয়ে উঠেছে।
টুকটুকে রঙ গালে মেখে
সকাল আসে রোজানা।
সন্ধ্যা আসে ঘোমটা মুখে
চোখ দুটো কি বোজা না?
আমের ডালে মুকুল দোলে,
ঘোড়া দোলে ঢোলকে।
রোদের গুঁড়ো ঝলসে ওঠে
চম্পাবতীর নোলকে।
নদীর বালি ঝুরঝুরনি,
পানি গোলা আবীরে।
সুয্যি মামার বিয়ে হবে,
সঙ্গে তোরা যাবিরে।
বরের গায়ে হলুদ দিলো
কমলা পুলির টিয়েটা।
ঢোলক নিয়ে ঢুলি এলো,
হ’য়ে গেল বিয়েটা।
রঙের মেলা আকাশে।
পরীর মেয়ে ওড়না ওড়ায়
হাল্কা মিহি বাতাসে।
পদ্মদীঘির কালো জলে
কতো না ফুল ফুটেছে।
চাঁদের মুখে ঝুমকো লতা
জ্যোছ্না বেয়ে উঠেছে।
টুকটুকে রঙ গালে মেখে
সকাল আসে রোজানা।
সন্ধ্যা আসে ঘোমটা মুখে
চোখ দুটো কি বোজা না?
আমের ডালে মুকুল দোলে,
ঘোড়া দোলে ঢোলকে।
রোদের গুঁড়ো ঝলসে ওঠে
চম্পাবতীর নোলকে।
নদীর বালি ঝুরঝুরনি,
পানি গোলা আবীরে।
সুয্যি মামার বিয়ে হবে,
সঙ্গে তোরা যাবিরে।
বরের গায়ে হলুদ দিলো
কমলা পুলির টিয়েটা।
ঢোলক নিয়ে ঢুলি এলো,
হ’য়ে গেল বিয়েটা।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৬০ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন