কবিতা - দুই বীর শামসুর রাহমান ছড়া দু’জন লোকের সঙ্গে হঠাৎ দেখা হ’ল কাল। মস্ত বীরের মতোই ওহো ওদের চলার তাল। একজন খুব মশা মেরে যশ কিনেছেন, যশ। তাঁর দাপটে পাড়ার সবাই বশ মেনেছেন, বশ। এবার শোনো, অন্যজনা তার চেয়ে কী কম? মশার শক্র উনি, ইনি ছারপোকারই যম! ♥ ০ পরে পড়বো ১৮৪ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন