শামসুর রাহমান

কবিতা - দুটি মেয়ে

লেখক: শামসুর রাহমান
ধরণ: ছড়া

একটি মেয়ে দুষ্টু বটে,
একটি মেয়ে মিষ্টি।
জন্মদিনে কী চাই ওদের
করছে বসে লিস্টি।
একটি মেয়ের চলন সিধে,
একটির খুব ফিস্টি।
একটি তাকায় সোজাসুজি,
একটির বাঁকা দৃষ্টি।
একটি শান্ত, একটি ঘরে
বাধায় অনাসৃষ্টি।

১১৭
মন্তব্য করতে ক্লিক করুন