শামসুর রাহমান

কবিতা - এই শহরে

শামসুর রাহমান

এই শহরে সাতসকালে
হঠাৎ কী-যে হ’ল,
ফুটপাতেরই বুকে প’ড়ে
মাছরাঙাটা ম’ল!
কেন যে হায় মাছরাঙাটা
এত্ত দূরে এল?
নদীর মায়া ছেড়ে এসে
এখানে কী পেল!
শহর রাঙা আরেক নদী,
হয়তো ভেবেছিল।
পাথুরে এই শহর-গাঙে
এভাবে ডুব দিল।

পরে পড়বো
৩১৫
মন্তব্য করতে ক্লিক করুন