শামসুর রাহমান

কবিতা - ঘণ্টা বাজে

শামসুর রাহমান
রবিবার, ২৩ জুন ২০২৪ ছড়া

ঘণ্টা বাজে, ঘণ্টা বাজে,
সোনার ঘণ্টা অই।
এমন সময় আমার আপন
খোকন সোনা কই?
খোকার কথা ভেবে রাতে
জোনাকজ্বলা মাঠের দিকে
একলা চেয়ে রই।
কোথায় গেল ঘোড়ায় চ’ড়ে?
এইতো পাতে আছে প’ড়ে
বিন্নি ধানের খই।

পরে পড়বো
৩০৭
মন্তব্য করতে ক্লিক করুন