শামসুর রাহমান

কবিতা - ঘোড়ার গাড়ি

লেখক: শামসুর রাহমান
ধরণ: ছড়া

ঘোড়ার গাড়ি, ঘোড়ার গাড়ি
যাচ্ছ কোথায় তাড়াতাড়ি?
আহা তোমার দুটি ঘোড়া
যেন পক্ষিরাজের জোড়া।

করছে কারা মারামারি?
কাছেই আছে পুলিশ ফাঁড়ি।
লোকের মাথায় লাঠির বাড়ি,
পুলিশ পালায় জায়গা ছাড়ি’।

ঘোড়ার গাড়ি, ঘোড়ার গাড়ি,
ছুটছ কোথায় তাড়াতাড়ি?
গাড়োয়ানের সঙ্গে আড়ি,
কী ক’রে পথ দেবে পাড়ি?

১৫৩
মন্তব্য করতে ক্লিক করুন