কবিতা - গোলাপ শামসুর রাহমান প্রেমের কবিতা আমার উঠোন জুড়ে ভোরের কলাপ। ফুটে আছে একরাশ সতজে গোলাপ; চতুর্দিক তরুণীর মতো হাস্যে ভরপুর। হে শহর, শোনো, গোলাপকে এত লাল দেখিনি কখনও। এ দেশে গোলাপ এমন প্রবল রক্ত-লাল হওয়াটাই স্বাভাবিক। ♥ ০ পরে পড়বো ২২১ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন