শামসুর রাহমান

কবিতা - গোলাপ ফোটে

শামসুর রাহমান

আস্তে আস্তে রাত্রি কাটে,
খুকি ঘুমায় সোনার খাটে।
ঘুমো খুকি নিঝুম ঘুমো,
তোমার চুলে মেঘের চুমো।
হঠাৎ দেখি দুপুররাতে
গোলাপ ফোটে খুকির হাতে।

২০৯
মন্তব্য করতে ক্লিক করুন