যা রাজাকার
শামসুর রাহমান
যা রাজাকার ভেগে যা,
এদেশ ছেড়ে ভেগে যা,
খোকার সাহস দেখে যা,
মারের মজা চেখে যা।
তোদের হাতে খুনের দাগ,
ভাগরে তোরা জোরসে ভাগ।
নোসরে তোরা ভালো মানুষ,
ওড়াস শুধু ঝুটের ফানুস।
শয়তানিটা নেশা তোদের,
মানুষ মারা পেশা তোদের,
এদেশেতে নেইকো ঠাঁই,
তোদের সবার বিচার চাই।
যা রাজাকার ভেগে যা,
এদেশ ছেড়ে ভেগে যা।
এদেশ ছেড়ে ভেগে যা,
খোকার সাহস দেখে যা,
মারের মজা চেখে যা।
তোদের হাতে খুনের দাগ,
ভাগরে তোরা জোরসে ভাগ।
নোসরে তোরা ভালো মানুষ,
ওড়াস শুধু ঝুটের ফানুস।
শয়তানিটা নেশা তোদের,
মানুষ মারা পেশা তোদের,
এদেশেতে নেইকো ঠাঁই,
তোদের সবার বিচার চাই।
যা রাজাকার ভেগে যা,
এদেশ ছেড়ে ভেগে যা।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৮৫ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন