কবিতা - জল-টুপটুপ শামসুর রাহমান ছড়া জল-টুপটুপ দিঘির পাড়ে ডালিম গাছের ডাল, ডালিম গাছে জল ঢেলেছে খুকুমণি কাল। তোতাপাখি লেজ নাচাল, ডালিম গাছে মৌ, হঠাৎ দেখি ডুব দিয়েছে লাল শালুকের বৌ। লাল শালুকের বৌ-এর মাথায় মুক্তো জমে ঐ, মুক্তো নিল হাওয়ার রাজা, আমরা চেয়ে রই। ♥ ০ পরে পড়বো ৩১১ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন