কবিতা - জটিবুড়ির ছড়া শামসুর রাহমান ছড়া থেনা থেনা থেনা ওমা বট পাকুড়ের থেনা, আদ্যিকালের বটের ঝুড়ি জটিবুড়ির চেনা। জটিবুড়ি জটিবুড়ি দোহাই ফিরে চাও, ভরদুপুরে তোমার জটের ছায়া দিয়ে যাও। জটের ছায়া হোক পুরানো, হোক-না কিছু ফিকে, ভয় পেয়ো না, দামটি পাবে পুরো আড়াই সিকে। ♥ ০ পরে পড়বো ২৬৫ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন