খেল
শামসুর রাহমান
হাতী নাচছে ঘোড়া নাচছে
কদমতলায় কে?
সিংহ বলে, আমায় তোরা
খ্যাংড়া কাঠি দেয়।
হাতী নাচছে ঘোড়া নাচছে,
ভালুক নাচে রে।
সেই না নাচন দেখে ঈগল
বিষম হাঁচেরে।
ড্রাগন সোনা ঝাঁঝর বাজায়
পাঁজর দুলিয়ে।
কাগা বগা বাজায় শানাই
গালটি ফুলিয়ে।
কদমতলায় কে?
সিংহ বলে, আমায় তোরা
খ্যাংড়া কাঠি দেয়।
হাতী নাচছে ঘোড়া নাচছে,
ভালুক নাচে রে।
সেই না নাচন দেখে ঈগল
বিষম হাঁচেরে।
ড্রাগন সোনা ঝাঁঝর বাজায়
পাঁজর দুলিয়ে।
কাগা বগা বাজায় শানাই
গালটি ফুলিয়ে।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৮২ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন