কবিতা - খেল শামসুর রাহমান ছড়া হাতী নাচছে ঘোড়া নাচছে কদমতলায় কে? সিংহ বলে, আমায় তোরা খ্যাংড়া কাঠি দেয়। হাতী নাচছে ঘোড়া নাচছে, ভালুক নাচে রে। সেই না নাচন দেখে ঈগল বিষম হাঁচেরে। ড্রাগন সোনা ঝাঁঝর বাজায় পাঁজর দুলিয়ে। কাগা বগা বাজায় শানাই গালটি ফুলিয়ে। ♥ ০ পরে পড়বো ২১৩ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন