শামসুর রাহমান

কবিতা - কথায় কথায়

লেখক: শামসুর রাহমান

বলেছি সেদিন কথায় কথায় বন্ধুকে,
কত কথা আজ হাওয়ায় রটায় নিন্দুকে-
আমি নাকি তিনকালে-ঠেকা এক কালে
আটকা পড়েছি প্রেমকাব্যের আদি জালে!
ফলত পাঠাই কবিতাকে কিছু ধুলো নিতে।
অথচ আবার প্রেমকে সাজিয়ে বেলাবেলি
মাত্রাবৃত্তে ঘোর অন্যায় করে ফেলি!!

৯৪
মন্তব্য করতে ক্লিক করুন