শামসুর রাহমান

কবিতা - লাল কমলের সঙ্গী

শামসুর রাহমান

সারা পাড়া ঘুমিয়ে আছে,
জাগবে এবার কারা?
লাল কমলের সঙ্গী যারা,
তারা, তারা, তারা।

দত্যি-দানো আসছে ছুটে,
মারবে ওদের কারা?
লাল কমলের সঙ্গী যারা,
তারা, তারা, তারা।
আমরা আছি অন্ধকারে,
আলোর নেই যে সাড়া।
অন্ধকারের কবল থেকে।
মুক্ত করবে কারা?
লাল কমলের সঙ্গী যারা,
তারা, তারা, তারা।

১২৩
মন্তব্য করতে ক্লিক করুন