শামসুর রাহমান

কবিতা - মেঘখণ্ড কান্নাময়

শামসুর রাহমান

এক খণ্ড বেলে মাটি,
মাঝেমাঝে ঢেউ ছোঁয়।
দু’টি পাখি এসে বসে,
ঝাঁঝালো শব্দের ঝাঁপ,
ভেজা মাটি রক্তময়,
একজন পাখি মেঘে,
মেঘখণ্ড কান্নাময়।

পরে পড়বো
২৭৪
মন্তব্য করতে ক্লিক করুন