কবিতা - ময়লা গলি শামসুর রাহমান ছড়া ময়লা গলির পয়লা বাড়ির আজব বটে ছাদ। সেখানে এক বুড়ো থাকেন বাঁকা যে তার কাঁধ। ডাকলে কুঁকড়ো বুড়োর ঠোঁটে ভাঙে হাসির বাঁধ, ডিগবাজি খান উঠলে হঠাৎ গলির মাথায় চাঁদ। ♥ ০ পরে পড়বো ২০৬ রিপোর্ট করুন শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন