নীলে ঘোড়া
শামসুর রাহমান
নীলে ঘোড়া নীলে ঘোড়া পক্ষীরাজের ছা,
মেঘডুমাডুম আকাশ পারে তা থৈ তা থৈ তা।
মেঘের দোলায় চললি কোথায়, কোন্ সে অচিন গাঁ ?
আয়না নেমে গলির মোড়ে করবে না কেউ রা'।
খিড়কি দুয়োর কেটে দেব পেট ভ'রে খা।
মাছের কাঁটা ফুটলো পায়ে, হাঁটতে পারি না।
চিকচিকে তোর ডালায় ক'রে আমায় নিয়ে যা।
মেঘডুমাডুম আকাশ পারে তা থৈ তা থৈ তা।
মেঘের দোলায় চললি কোথায়, কোন্ সে অচিন গাঁ ?
আয়না নেমে গলির মোড়ে করবে না কেউ রা'।
খিড়কি দুয়োর কেটে দেব পেট ভ'রে খা।
মাছের কাঁটা ফুটলো পায়ে, হাঁটতে পারি না।
চিকচিকে তোর ডালায় ক'রে আমায় নিয়ে যা।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১৫১ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন