নিঃসঙ্গতা
শামসুর রাহমান
কাউকে পাই না খুঁজে আশেপাশে, তীব্র নিঃসঙ্গতা
নিত্যসঙ্গী আজকাল। চতুর্দিক থেকে ছুটে আসে
হিংস্র ঢেউ অবিরত, খুব নোনা পানির আঘাতে
অস্তিত্বের ভিত্তিমূল ক্ষতবিক্ষত সতত আর
কোনোমতে হাওয়া টানি বুকের ভেতরে। মাঝে মাঝে
তোমার গহন কেশভার, সুগন্ধি হয়ে ওঠে নিঃসঙ্গতা।
নিত্যসঙ্গী আজকাল। চতুর্দিক থেকে ছুটে আসে
হিংস্র ঢেউ অবিরত, খুব নোনা পানির আঘাতে
অস্তিত্বের ভিত্তিমূল ক্ষতবিক্ষত সতত আর
কোনোমতে হাওয়া টানি বুকের ভেতরে। মাঝে মাঝে
তোমার গহন কেশভার, সুগন্ধি হয়ে ওঠে নিঃসঙ্গতা।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৭০০ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন