পদত্যাগ

শামসুর রাহমান শামসুর রাহমান

একটি হরিণ আজ হয়েছে নিখোঁজ
একটি যুবতী আজ হয়েছে বিধবা
ডোরাকাটা বাঘ তুমি পদত্যাগ করো।
একটি মায়ের বুক হয়েছে ব্যাকুল,
কিশোর ফেরেনি ঘরে, জ্বলেনি সন্ধ্যার বাতি আজ;
নেকড়ে তোমার
পদত্যাগ চাই।
একটি শহর আজ কালকূটে নীল,
বিষধর সাপ তোর পদত্যাগ চাই।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ২৬৯ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন