কবিতা - প্রশ্ন শামসুর রাহমান বুধবার, ১০ জুলাই ২০২৪ রূপক কবিতা ঠিকানা কই? দিন তো গেল, এদিকে যে লাফ দিয়েছে সন্ধে। বেলা গেল মনের সঙ্গে বিড়বিড়িয়ে কথা বলেই ছন্দে। কোথায় যাবো? নাড়বো কড়া খোলা মনে কোন্ সে পথের প্রান্তে? তাহলে কি ব্যর্থ হবোই সত্য এবং সুন্দরকে জানতে? ♥ ০ পরে পড়বো ৩৫৩ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন