রাকার ভাবনা
শামসুর রাহমান
দুনিয়াজোড়া ভীষণ লড়াই
কখনো ফের বাঁধবে কি?
ওলটপালট ধ্বংস দেখে
হাওয়ার পরী কাঁদবে কি?
আচ্ছা, তখন সর্ষেখেতে
প্রজাপতির উড়বে তো?
তখনো রোজ রোদ মেখে গায়
পায়রাগুলো ঘুরবে তো?
জল-থইথই এই পুকুরে
হাঁসেরা সব নাইবে তো?
সবুজ পাতার আড়াল থেকে
বুলবুলি গান গাইবে তো?
নাদুসনুদুস গাছের ডালে
টসটসে ফ্ল ফলবে তো?
ভরা সাঁঝে ঝোপের মাঝে
জোনাকপোকা জ্বলবে তো
খেতে সাধের ছানার পায়েস
আম্মু আমায় ডাকবে তো?
তখনো এই পুতুলভরা
খেলাঘরটা থাকবে তো?
কখনো ফের বাঁধবে কি?
ওলটপালট ধ্বংস দেখে
হাওয়ার পরী কাঁদবে কি?
আচ্ছা, তখন সর্ষেখেতে
প্রজাপতির উড়বে তো?
তখনো রোজ রোদ মেখে গায়
পায়রাগুলো ঘুরবে তো?
জল-থইথই এই পুকুরে
হাঁসেরা সব নাইবে তো?
সবুজ পাতার আড়াল থেকে
বুলবুলি গান গাইবে তো?
নাদুসনুদুস গাছের ডালে
টসটসে ফ্ল ফলবে তো?
ভরা সাঁঝে ঝোপের মাঝে
জোনাকপোকা জ্বলবে তো
খেতে সাধের ছানার পায়েস
আম্মু আমায় ডাকবে তো?
তখনো এই পুতুলভরা
খেলাঘরটা থাকবে তো?
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১০৯ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন