স্বপ্ন-কুড়ানি
শামসুর রাহমান
রাতবিরেতে একলা হাঁটে,
ঘোরে সে বন-বাদাড়ে।
কী-যে কুড়োয় যখন-তখন
কুচকুকে ঘোর আঁধারে।
আজগুবি তার কথা, কাঁথা,
দেখতে যেন তুরানি।
রাতবিরেতে স্বপ্ন কুড়ায়,
সে যে স্বপ্ন-কুড়ানি!
ঘোরে সে বন-বাদাড়ে।
কী-যে কুড়োয় যখন-তখন
কুচকুকে ঘোর আঁধারে।
আজগুবি তার কথা, কাঁথা,
দেখতে যেন তুরানি।
রাতবিরেতে স্বপ্ন কুড়ায়,
সে যে স্বপ্ন-কুড়ানি!
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৬৮ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন