উৎপাত

শামসুর রাহমান শামসুর রাহমান

হায়রে ধেড়ে ইঁদুর সব
কেটে কুটে করল সাফ।
বাপরে বাপ!

শাড়ি চাদর পাজামা আর
বাহারি কোট ছারখার।
ডিকশনারি, লেখার খাতা
হচ্ছে রোজই ফাতা ফাতা।

সারাদিন সারারাত
ইঁদুরের উৎপাত।

ইচ্ছে করে মনের দুখে
নদীতে দিই ঝাঁপ।
মাফ চাই মাফ।
হায়রে চতুর ইঁদুর সব
কেটে কুটে করল সাফ,
বাপরে বাপ!
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৯৬ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন