এ যুগের সীতা

শিমুল মুস্তাফা শিমুল মুস্তাফা

আমাকে ছেড়ে যাচ্ছো যাও
তোমাকে ধরে রাখার মতো
ক্ষমতা আমার নেই
অতীতেও ছিলো না।
যে স্বপ্নে তুমি বিভোর
সেখানে আমার কোনো বসতবাটি নেই,
বড় বেমানান সেখানে আমি
যে রথের মাতাল সারথি তুমি
সে পথে আমার কোনো গন্তব্য নেই
আমার গন্তব্যে কোনো সীতা নেই
হেলেন নেই, নেফার্তিতি নেই
ট্রয় রাজ্য নেই, লঙ্কাপুরী নেই
আমাকে ছেড়ে যাচ্ছো যাও
আমি গন্তব্যহীন এক মানুষ
আমার অগম পথে
শুধু হাহাকার
ভাঙ্গা বিমান বন্দর
বেদনার চোরাবালি
মূহুর মুহুর অগ্নিপাত, তুষার ঝড়
আমার দশদিগন্তে
কোনো গুপ্তধন নেই
নেই কোনো টাকশাল
আমার কোনো নদী নেই
কিন্তু তুমি ছিলে
আমার কোনো পাহাড় নেই
কিন্ত তুমি ছিলে
আমার কোনো ঝর্ণা নেই
কিন্তু তুমি ছিলে
আমাকে ছেড়ে যাচ্ছো যাও
তোমাকে ধরে রাখার ক্ষমতা আমার নেই
আমি জানি শুধু ভালবাসা দিয়ে
তোমাকে আগলে রাখা যাবে না
তোমার গন্তব্যে ভালবাসা বড় ক্ষীণ
বড় বেশী ছেলে খেলা
ভালবাসা দিলে এমনই হয়
ভালবাসা জেনে গেলে
ভালবাসা পেয়ে গেলে
এভাবেই মুখ ফিরিয়ে যেতে হয়
যেদিন তুমি জেনে গেছো ভালবাসি
সেদিন থেকেই তোমার অবহেলা শুরু
তুমি তো এ যুগের সীতা
তোমাকে হরণ করে কার সাধ্য
তুমিই তো হরণ করে চলেছো
এক একটি রাবণকে।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৮১ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন