একলা মানুষ
শিমুল মুস্তাফা
দিনের শেষে এই শহরে
সব মানুষই একলা ভীষণ
এই শহরে সব মানুষই
একলা ভীষণ দিনের শেষে
এই যে এতো মানুষ দেখি
এই শহরের পথে ঘাটে
শপিং মল আর পানশালাতে
অফিস পাড়া কফি শপে
জটলা বেঁধে দিচ্ছে চুমুক
সালাম মামার চায়ের কাপে
রেস্টুরেন্টে-টি এস সি তে
দিনের শেষে এই শহরে
এই মানুষই একলা ভীষণ।
তুমি ছাড়া যার চলে না
সেই যে প্রেমিক সেই যে নারী
আষ্টে পৃষ্ঠে জাপটে থাকে
দিন দুপুরে হংস যুগল
রিক্সা কিংবা সিএনজিতে
স্বপ্ন বুনে যুগল হবার
সেই যুগলও দিনের শেষে
নিজের কাছে একলা ভীষণ।
এই শহরে
মা নেই যার
বাপ নেই যার
বোন নেই যার
অসুখ হলে শিয়রে বসে
হাত বুলাবার কেউ নেই যার
দিনের শেষে সব মানুষই
তারই মতো একলা ভীষণ
একলা জীবন একলা যাপন।
এই যে আমি একলা মানুষ
চাল চুলোহীন নিঃস্ব ভীষণ
শূন্য হাড়ি পূর্ণ করার
জীবন যুদ্ধে হেরে যাওয়া
ব্যর্থ আমি ব্যর্থ মানুষ
টলতে টলতে মধ্য রাতে
এই শহরে বাড়ি ফিরি
খেলাম কিংবা না খেয়ে রাত
পার করে দেই এই যে আমি
কার বা তাতে কী এসে যায়
দিনের শেষে সব মানুষই
আমার মতোই একলা ভীষণ
ব্যস্ত শহর একলা মানুষ।
সব মানুষই একলা ভীষণ
এই শহরে সব মানুষই
একলা ভীষণ দিনের শেষে
এই যে এতো মানুষ দেখি
এই শহরের পথে ঘাটে
শপিং মল আর পানশালাতে
অফিস পাড়া কফি শপে
জটলা বেঁধে দিচ্ছে চুমুক
সালাম মামার চায়ের কাপে
রেস্টুরেন্টে-টি এস সি তে
দিনের শেষে এই শহরে
এই মানুষই একলা ভীষণ।
তুমি ছাড়া যার চলে না
সেই যে প্রেমিক সেই যে নারী
আষ্টে পৃষ্ঠে জাপটে থাকে
দিন দুপুরে হংস যুগল
রিক্সা কিংবা সিএনজিতে
স্বপ্ন বুনে যুগল হবার
সেই যুগলও দিনের শেষে
নিজের কাছে একলা ভীষণ।
এই শহরে
মা নেই যার
বাপ নেই যার
বোন নেই যার
অসুখ হলে শিয়রে বসে
হাত বুলাবার কেউ নেই যার
দিনের শেষে সব মানুষই
তারই মতো একলা ভীষণ
একলা জীবন একলা যাপন।
এই যে আমি একলা মানুষ
চাল চুলোহীন নিঃস্ব ভীষণ
শূন্য হাড়ি পূর্ণ করার
জীবন যুদ্ধে হেরে যাওয়া
ব্যর্থ আমি ব্যর্থ মানুষ
টলতে টলতে মধ্য রাতে
এই শহরে বাড়ি ফিরি
খেলাম কিংবা না খেয়ে রাত
পার করে দেই এই যে আমি
কার বা তাতে কী এসে যায়
দিনের শেষে সব মানুষই
আমার মতোই একলা ভীষণ
ব্যস্ত শহর একলা মানুষ।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৭১ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন