অর্ধেক ভালোবেসো না

শিমুল মুস্তাফা শিমুল মুস্তাফা

মূল কবিতা : Do not love half lovers
কবি : কাহলিল জিবরান
-ভাষান্তর-শিমুল মুস্তাফা

তাকে কখনো ভালোবেসো না
যে অর্ধেক প্রেমিক
তাকে তুমি কখনো বন্ধু ভেবোনা
যে অর্ধেক বন্ধু
সেই কাজ কখনো করোনা যে কাজ
তুমি অর্ধেক পারো
জীবনে অর্ধেক বেঁচো না
বাঁচলে পুরোটাই বাঁচো
অর্ধেক মরো না
মরলে পুরোটাই মরো
যদি চুপ করে থাকো
তাহলে পুরোটা সময়ই নির্বাক থেকো
যদি কথা বলো অর্ধেক নয়
পুরোটাই বলো
কিছু বলতে গিয়ে অর্ধেকে
থেমে যেওনা
এমন কথা বোলোনা যাতে
অর্ধেকে চুপ হয়ে যেতে হয়
যদি স্বীকার করো পুরোটাই করো
অর্ধেক নয়
যদি প্রত্যাখান করো অর্ধেক নয়
পুরোটাই করো
কোনো কিছুরই সমাধান
অর্ধেকে খুঁজো না
বিশ্বাস করলে পুরোটাই করো
অর্ধেক কোরো না
স্বপ্ন দেখলে পুরোটাই দেখো
অর্ধেক দেখো না
আশা করলে পুরোটাই করো
অর্ধেক কোরো না
তৃষ্ণা জাগলে পুরোটাই মেটাও
অর্ধেক পান কোরোনা
ক্ষুধা লাগলে পুরোটাই খাও
অর্ধেক ভুখা থেকো না
অর্ধেক পথে থেমে যেওনা
তাহলে গন্তব্য খুঁজে পাবে না
অর্ধেক চিন্তায় থেমে গেলে
কোনো সমাধান পাবে না
তুমি তো সম্পূর্ণ একটা মানুষ
তুমি তো সম্পূর্ণ একটা জীবন
তাহলে কেনো অর্ধেকে থেমে যাবে
তোমাকে বাঁচতে হলে অর্ধেকে নয়
পূর্ণতাতেই বাঁচতে হবে
জীবনে অর্ধেকে বেঁচো না
বাঁচলে পুরোটাই বাঁচো
অর্ধেক ভালোবেসো না
বাসলে পুরোটাই বাসো।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৪২২ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন