স্বপ্নহীন স্বপ্ন মানুষ

শিমুল মুস্তাফা শিমুল মুস্তাফা

তোমার কাছে আমার কিছু
স্বপ্ন ছিলো
গচ্ছিত সব স্বপ্ন গুলো
তিলে তিলে
বরফ মেখে তোমার কাছে
জমিয়ে ছিলাম
ঘাম ঝরিয়ে জমিয়ে ছিলাম
অহর্নিশি
স্বপ্ন গুলো একটু যেনো
লাজুক বয়স
একটু যেনো অগোছালো
এলোমেলো
ছন্নছাড়া অমল বালক
উদাস বাউল
শীতল ভীষণ অভিমানী
আত্মভোলা
অন্ধকারে তারার মতো
জ্বলতে থাকা
জোনাক পোকা মিটিমিটি
স্বপ্ন আমার
আমার স্বপ্ন ছোটো ছিলো
ছিলো মধুর
তুমি আমায় বলেছিলে
স্বপ্ন গুলো
একটুখানি বড় হলে
ফিরিয়ে দেবে
আমরা দুজন স্বপ্ন নিয়ে
যাবো দূরে
বহু দূরে স্বপ্ন নিয়ে
আমরা যাবো
গহীন বনে বাঁধবো বাসা
গোল পাতাতে
একটুখানি ফুটিয়ে খাবো
যা কিছু পাই
উড়বো দুজন পাখির মতো
পাখির সাথে
সন্তরণে কাটবে দুপুর
ঝর্ণা জলে
ঝড় বাদলে জাপ্টে ধরে
থাকবো দুজন
মৃত্যু এলে এক চিতাতে
জ্বলবো দোঁহে
এক মরাতে মরবো দুজন
প্রেমের বানে
রাত দুপুরে তোমার চুলের
গন্ধ মেখে
একটা গোটা পূর্ণ জীবন
কাটিয়ে দেবো
ঘুম না আসা অনেক রাতের
স্বপ্ন নিয়ে
ভোর না হতেই স্বপ্ন বুকে
তোমার কাছে
তোমার কাছে এই আমিটা
যেতাম ছুটে
যে তুমিটা একশো রকম
স্বপ্ন বুনে
এক চিতাতে মরবে বলে
শপথ‌ নিলে
সে তুমিটাই আমায় ছেড়ে
গেলে চলে
সুখের দোলায় লাল গাড়ীতে
অন্য ঘরে
এখন আমি স্বপ্নহারা
নিঃস্ব মানুষ
এখন আমার স্বপ্ন গুলো
একলা ভীষণ
এখন আমার স্বপ্ন গুলো
বাসে ট্রামে
বাদুড় ঝোলায় ঝুলতে ঝুলতে
দুলতে থাকে
ঝুলতে ঝুলতে দুলতে দুলতে
মেসে ফেরে।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৮৭ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন