কবিতা - হারিয়ে গিয়েছি ধূপছায়া সোমবার, ০৫ মে ২০২৫ রূপক কবিতা, স্মৃতিচারণ হারিয়ে গিয়েছি আজ শীতের রাতে, খুঁজে পেয়েছি উষ্ণতা হয়ত চায়ের কাপে, নয়তবা কুয়াশাচ্ছন্ন রাতের চাঁদে, কি ভেবেছো অশ্রু ঝড়ছে তোমায় ভেবে, বোকা! তোমার মত পিশাচিদের কেইবা মনে করবে, মনে রেখো, নিষিদ্ধ হয়ে যাবে একদিন চিরতরে। ♥ ০ পরে পড়বো ৩০৭ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন