কবিতা - ইচ্ছে করে ধূপছায়া শুক্রবার, ০৯ মে ২০২৫ রূপক কবিতা, স্মৃতিচারণ ইচ্ছে করে মিশে যেতে ওই ঘন কুয়াশার বুকে যেথায় আলোর চেয়ে অন্ধকার বেশী ঘনায় । আলোর প্রতি জানিনা কেন নেই কোনো টান অন্ধকারেই যেন বারেবারে খুঁজি ফিরি মন প্রাণ। ♥ ০ পরে পড়বো ১৩৪ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন