সেই এক মহালয়া ভোর—
বীরেন্দ্রকৃষ্ণ এসে দাঁড়ালেন রমেশ পালের
. স্টুডিয়োয়,
একজন মন্ত্রে মন্ত্রে অশ্রুজলে কাতর হচ্ছেন,
অন্যজন তুলি হাতে মাকে রং করছেন এমনই
. সেকাল।
কে বেশি আনন্দ পেল ? আপনি না আমি ?
বীরেন্দ্র যেমন বলে রমেশের চোখে হাতছানি ;
কে বেশি দুঃখ পেল ? আপনি না আমি ?
আমি! আমি! আমি! আমি!
দু’ শিল্পীর গলার জোরেই হচ্ছে দিন
কুমারটুলিতে আর পটুয়াপাড়ায়,
চাঁদমালা চাঁদমালা চাঁদমালা দিয়ে
মালা গড়ে দিতে পারলে
দেবী আর হাতে ধরবে না, চাঁদমালা
. হবে
গলায় দুলবে রূপময়ী ;
দু’ শিল্পীরই প্রেমিকার নাম মৃন্ময়ী!
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন