‘ওরে হাঁদা বোকা ছেলে
কবিতাকে ভালবাসলে সন্দেশও ছেড়ে দেওয়া যায়’

ও ভোলাময়রা, ও সরস্বতী নদী
কোশাকুশী ডোবায়নি বলে কেউ
এত শ্রোত একেবারে বন্ধ করে দিলে!
গঙ্গাজল সইও তোমার
জোড়াব্রিজ বুকে বেঁধে নিয়ে
রাত্রিবেলা কেঁদে ফেরে

নদে শান্তিপুর যত খেউড়ে মজেছে তত তুমি
পয়সা পেয়েছ আর রাত্রিশেষে পতঙ্গের মতো
সরস্বতী নদীতীরে অঝোরে কেঁদেছ
সরস্বতী ধীরে ধীরে লুপ্ত হয়ে গেছে!

৪৫
মন্তব্য করতে ক্লিক করুন