সন্ধ্যায় জেগেছে। একবস্ত্রে ফেলে এলে শীতকাঁথাখানি,
তারার মতন আলো ছিল, ভাল ছিল— তবুও চাঁদের মতো
অর্থবহ হতে তো পারলে না স্বামীর দেবতার কাছে।
মুখ দেখা—ওরই মধ্যে নিহত নির্মল
—লোকে বলে ; বলুক গে—পেছনে অনন্ত পথ,
সামনে প্রান্তর ; ঝলমলে পোষাকের মুগ্ধ কবুতর,
পদপ্রান্তে ঝোপের মতন পাকুড় শাখার আলো হাতে
যে দাঁড়িয়ে—পথে দেবতা!
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন