গণমানুষের ভিড়

মোহাম্মদ সিয়াম হোসেন মোহাম্মদ সিয়াম হোসেন

অপ্রত্যাশিত বৃষ্টির মতো
একদিন এসে পড়েছিলে বুকের উপর।
তার পর?
তার পর প্রচণ্ড বাতাসে মেঘ গুলো দূরে;
সূর্যের উত্তাপে গেলো জল গুলো জুরে।
ফেটে গিয়ে হৃদয় জমিন ফের চৌচির।
আমিও হারিয়েছি নিত্য-নৈমিত্তিক সুরে
পুনরায় নিজেরে;
পাশে এসে জমে গেছে এক ডালা গণমানুষের ভিড়।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৯৯ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন