আজ মানুষের শরীর থেকে দগদগে ঘা জেগে উঠেছে লোহালিয়ার চরের মতো। পৃথিবীর সুখ লেজ নেড়ে নদীর সংকীর্ণ বাঁকগুলো সাপের মতো কুণ্ডলী পাকিয়েছে। দরদের দাম পানির চকচকে বোতলে চুমুকের মতো বিক্রি হচ্ছে। দুটো চুমু খেয়ে চার মুঠো বাতাসে ভাসিয়েছি, বড্ড গন্ধ নিচ্ছি টিনের চালে ধাবারের নাচানাচি।
৮

মন্তব্য করতে ক্লিক করুন