এস.এম ছাইফ উদ্দিন

কবিতা - আমার এই দেশে

লেখক: এস.এম ছাইফ উদ্দিন

আমার এই দেশের বাগানে অনেকগুলো ফুল,
কতো রঙে সেজেগুজে আছে এই কুল।
আমার এই দেশের ফুল বাগে প্রজাপতির জাক,
তরু বৃক্ষের ডালে বসে কোকিলে দেয় ডাক।
প্রাণ হারিয়ে যায় সেই ডাক শুনে
বুক কেপে উঠে ঘনে ঘনে।
আমার এই দেশের বনে জঙ্গলে পশু পাখির ঘর,
আপোন করে নিয়েছি না বলে পর।
আমার এই দেশের আকাশ বাতাস সবিশেষ,
সর্গের মতো দেখতে অনেকটাই বেশ।।

১৭৭
মন্তব্য করতে ক্লিক করুন