এস.এম ছাইফ উদ্দিন

কবিতা - অনুভূতি আমাকে প্রশ্ন করে

লেখক: এস.এম ছাইফ উদ্দিন

স্থায়ী মনে অস্থায়ী সপ্নের উত্তাপে ভরপুর
আশা জ্বলজ্বল করে নিঝুম হৃদয়ে
জোৎস্নার আলোর মতো,
আকাশের ঐ রবির মতো
আর প্রকৃতির বিরল এই ছবির মতো।

কেন জানি বুঝতে চায়না এই মন,
অবুঝ শিশুদের মতো বায়না করে বারবার
এনে দিতে সেই আলোকিত পুষ্পের মতো
দেখতে সাফল্যের মৃদু হাসি।

এখন আমি যে পরাজিত হয়েছি
সে কি আর বুঝে,
যদি বুঝতো তাহলে কেন এতো খুজে
আঁধার ঘরের বন্ধ জানলা খুলে
ঘুম পাখিটি জাগিয়ে দিয়ে নীরব নিরালায়।

আমি জানি
সে ছাড়া কেউ দেখতে পায় না আহত হৃদয়ের
প্রতিটি আঘাতের কালো দাগ আর
রক্তাক্ত বুকের মরুদ্যান।

ভাবতে গেলে ব্যাথা বেদনা অন্বেষণ করে
আবেগপূর্ণ গহীন অন্তর নিরন্তরে,
তবুও প্রশ্নের উপর প্রশ্ন করে যাচ্ছে
অনুভূতি নামের এক অধ্যাপিকা।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ২৪৫ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন